
অনলাইন ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টির। সেইসঙ্গে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য শীর্ষ নেতাদের নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এজন্য রংপুরের শীর্ষ নেতাদের ঢাকায় ডেকে নেওয়া হয়েছে। তাদের নির্বাচনের জন্য সব প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন প্রার্থী দেওয়াসহ বেশ কিছু ‘চমক আছে’ বললেন নেতারা।
রবিবার (৩০ নভেম্বর) রাতে এসব তথ্য একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় পার্টির একজন কো-চেয়ারম্যান ও তিন জন প্রেসিডিয়াম সদস্য। তারা জানিয়েছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ এবং সারা দেশে সাংগঠনিক কর্মসূচি বিস্তার নিয়ে আলোচনা করছেন কেন্দ্রীয় নেতারা। সেইসঙ্গে সবকটি আসনে প্রার্থী চূড়ান্ত করার নির্দেশনা দিয়েছেন।
তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত তিন দিন ধরে ঢাকায় অবস্থান করছেন রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির শীর্ষ নেতারা। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির নেতারা। দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি ও সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ রাখছেন।
দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলার আহ্বায়ক আজমল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের মহাসচিবের নেতৃত্বে আমরা হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলাম। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সঙ্গে কথা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নিতে আসায় আমাদের ধন্যবাদ জানিয়েছেন তারা।’
কয়েকটি আসনে প্রার্থী চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ৩০০ আসনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে রংপুর বিভাগের ৩৩টি আসনে গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতাদের বাছাই করে প্রার্থী তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তার মধ্যে রংপুর-৩ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদের ও গাইবান্ধা-১ আসনে মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নির্বাচন করবেন।’
নির্বাচনি প্রচারে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে এবং নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেবে আশা প্রকাশ করে আজমল হোসেন বলেন, ‘যদি নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও প্রচারণাসহ সব ধরনের সুযোগ নিশ্চিত করতে না পারে; তাহলে বিকল্প চিন্তাভাবনাও করছি আমরা। রংপুর বিভাগে জাতীয় পার্টির নেতাকর্মীরা সব ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত আছেন। সেইসঙ্গে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে ভালো ফল করবে বলে আশা রাখছি।’
এমকন্ঠ/এস
Leave a Reply