1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

হজে ছবি তোলা নিষিদ্ধ কিনা স্পষ্ট করল সৌদি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ বার পাঠ করা হয়েছে
হজে ছবি তোলা নিষিদ্ধ কিনা স্পষ্ট করল সৌদি

অনলাইন ডেস্ক:
আসন্ন হজ ২০২৬ মৌসুমে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ফটোগ্রাফি নিষিদ্ধ করা হয়েছে—এমন গুজব পুরোপুরি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্য প্রমাণহীন এবং কোনো সরকারি সূত্রই এমন সিদ্ধান্ত প্রকাশ করেনি।

গত কয়েক সপ্তাহে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দাবি করেছিল যে ভিড় নিয়ন্ত্রণের স্বার্থে হজ মৌসুমে মোবাইল ফোনসহ যেকোনো ধরনের ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। তবে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়সহ সরকারের কোনো সংস্থাই এ সংক্রান্ত ঘোষণা দেয়নি।

এ বিষয়ে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম দ্য ইসমালিক ইনফরমেশন জানায়, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা জারি হয়নি; বিদ্যমান নিয়মই বহাল রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও রমজান মৌসুম ঘিরে প্রায়ই এ ধরনের ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং যাচাই বাছাই ছাড়াই দ্রুত জনপ্রিয় হয়ে যায়। হাজিদের প্রতি অনুরোধ করা হয়েছে, তারা যেন শুধুমাত্র সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ওপরই নির্ভর করেন।

তবে অতীতে, কর্তৃপক্ষ পেশাদার ক্যামেরা, বড় আকারের ফটোগ্রাফি সরঞ্জাম বা এমন ছবি তোলাকে নিষিদ্ধ করেছে, যা অন্য হাজিদের ইবাদতে ব্যাঘাত ঘটায় বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। ২০১৭ সালের দিকে এই বিষয়ে কড়াকড়ি বাড়ানো হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com