
স্টাফ রিপোর্টার:
রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের ভূটকা ডুব্বিরপার এলাকায় আখেরুল ইসলাম (৩৭) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে বড়বিল ইউনিয়নের মালিপের বাজার থেকে গমের আটা কিনে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে হত্যা করে।
স্থানীয়রা জানান, রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় অচেতন এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
নিহত আখেরুল ভূটকা এলাকার শামসুদ্দিনের ছেলে। পেশায় দিনমজুর হলেও এক মাস আগে তিনি একটি বেসরকারি কুরিয়ারে চাকরি করতেন। বর্তমানে তিনি বেকার অবস্থায় বাড়িতে ছিলেন।
পুলিশ জানায়, এটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা—তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুশান্ত চন্দ্র রায় বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
এমকন্ঠ/এস
Leave a Reply