1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পাঠ করা হয়েছে
সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষীর মৃত্যু

অনলাইন ডেস্ক:
সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের (ইউএন) একটি শান্তিরক্ষা ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৮ জন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন।

শনিবার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীরা আকস্মিকভাবে ইউএন ঘাঁটিতে হামলা চালালে বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে তাদের তীব্র সংঘর্ষ শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল রয়েছে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে।

আহত শান্তিরক্ষীদের দ্রুত উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাথমিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে বার্তা সংস্থা এএফপি হাসপাতাল সূত্রের বরাতে জানিয়েছে, সুদানের কোরদোফান এলাকায় জাতিসংঘের একটি স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়।

সুদান সরকার এই হামলার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সরকার হামলার জন্য সরকারবিরোধী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করেছে।

পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com