1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

বেরোবির তত্ত্বাবধানে পীরগঞ্জ আইটি সেন্টার

  • প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫ বার পাঠ করা হয়েছে

পারভেজ হাসান. বেরোবিঃ
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কাছে ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য হস্তান্তর করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে পীরগঞ্জ উপজেলায় অবস্থিত সেন্টারটির দায়িত্ব বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদের কাছে বুঝিয়ে দেয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সেন্টারটি পরিচালিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ এবং উদ্ভাবনী কাজে আগ্রহী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং নতুন উদ্ভাবনের সুযোগ লাভ করবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এমকন্ঠ/পারভেজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com