1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

মিঠাপুকুরে মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

  • প্রকাশিত : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পাঠ করা হয়েছে
ফাইল ছবি____মিঠাপুকুর থানা

স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট ফখরুল উলুম ফাজিল মাদ্রাসার ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান। অভিযুক্ত আরিফুল ইসলাম (২০) মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ নারায়ণপুর গ্রামের মনছুর আলীর পুত্র। ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফুল আত্মগোপন করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৭ ডিসেম্বর মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের জোতগকুল এলাকার বাসিন্দা বান্ধবী কামিলা আক্তার রিতা ও তার প্রেমিক নাসিরুল পালিয়ে যাওয়ার সময়ে সহযোগিতা করে ভুক্তভোগী ওই কিশোরী। এসময় বান্ধবীর প্রেমিক নাসিরুলের বন্ধু আরিফুলের বাড়িতে সুকৌশলে নিয়ে যাওয়া হয় ভুক্তভোগী ওই কিশোরীকে।

এরপর নিজ বাড়িতে আশ্রয় দেয়ার সুবাদে ২৮ ডিসেম্বর রাতে ও সকালে তিন দফায় জোরপূর্বক ভুক্তভোগী কিশোরীকে ধর্ষণ করে আরিফুল। রাতভর নির্যাতনের পরে সকালবেলা বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারীকে বিয়ের আশ্বাস দিয়ে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত আরিফুল।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানান,বান্ধবী রিতাকে সহযোগিতা করেছিলাম তাদের ভালবাসার পূর্ণতা পাওয়ার জন্য। সেই সহযোগিতাই যে আমার জীবনটাকে নরক বানিয়ে ফেলবে,বুঝতে পারিনি। আমাকে ওরা সুকৌশলে নিয়ে গিয়ে তিনদফায় জোর পূর্বক ধর্ষণ করেছে। আমি ন্যায্য বিচার চাই।।

এবিষয়ে কথা বলতে অভিযুক্ত আরিফুল ইসলামের বাড়িতে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, গণমাধ্যমকর্মী আসার খবর পেয়েই সটকে পড়েছেন আরিফুলের পিতা-মাতা।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান জানান, থানায় একটি ধর্ষণ মামলা রুজু করা হয়েছে।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com