
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঠের পর মাঠ হলুদ ফুলের হাসি শোভা পাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি বিভাগের নিবিড় তদারকিতে এবার কাঙ্ক্ষিত ফলন পাওয়ার আশায় দিন গুনছেন এ অঞ্চলের কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মিঠাপুকুর উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪,০০০ হেক্টর জমি। এর বিপরীতে চাষাবাদ হয়েছে ৩,৯৯৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ অর্জিত হওয়ায় কৃষি বিভাগ একে বড় ধরনের সাফল্য হিসেবে দেখছে। বিশেষ করে ভোজ্যতেলের দাম বৃদ্ধি পাওয়ায় এবং আমদানিনির্ভরতা কমাতে সরকারের উৎসাহে কৃষকরা এবার সরিষা চাষে ব্যাপক সাড়া দিয়েছেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, দিগন্তজোড়া মাঠে শুধু হলুদের সমারোহ। উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের কৃষক নাজমুল হোসেন বলেন: বিগত কয়েক বছরের তুলনায় এবার সরিষার আবাদ অনেক ভালো হয়েছে। গাছও বেশ পুষ্ট। আবহাওয়া শেষ পর্যন্ত এমন থাকলে বিঘা প্রতি ভালো ফলন পাওয়া যাবে।
মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকীম বলেন: এ বছর মিঠাপুকুরে সরিষার বাম্পার ফলন হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার হেক্টর, আর আবাদ হয়েছে ৩,৯৯৫ হেক্টর জমিতে। আমরা কৃষকদের উন্নত জাতের বীজ ও সঠিক সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়েছি। সরিষার আবাদ বাড়ায় দেশীয় ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
উপজেলা কৃষি বিভাগ আশা করছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সরিষা মাড়াইয়ের কাজ শুরু হবে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হবে।
এমকন্ঠ/এস
Leave a Reply