1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

  • প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পাঠ করা হয়েছে
ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বেরোবিতে বিক্ষোভ

পারভেজ হাসান.বেরোবি:
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কন্ঠস্বর শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর। 

শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা এই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবু সাঈদ গেটে গিয়ে শেষ হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আশিকুর রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব ছিল শহীদদের হত্যার বিচার করা। কিন্তু এখন পর্যন্ত আবু সাঈদ হত্যার বিচার শেষ হয়নি। জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যিনি নিজে সোচ্চার ছিলেন, সেই শহীদ হাদির মৃত্যুর ২৯ দিন পার হলেও তার হত্যার কোনো বিচার হয়নি। দ্রুত এই হত্যার বিচার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।” 

বেরোবি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয় জানান, হাদি ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার হবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখাতে পারেনি। এক মাসের মধ্যে বিচার চাওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি নেই বলে তিনি অভিযোগ করেন এবং দ্রুততম সময়ের মধ্যে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

বেরোবি শিক্ষার্থী ও ছাত্রনেতা ইয়ামিন ইসলাম বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের প্রতি দায়বদ্ধতা দেখাতে ব্যর্থ হয়েছে। ক্ষমতায় এসেই জুলাই হত্যাকাণ্ডের বিচার করা তাদের দায়িত্ব ছিল। বিচার নিশ্চিত করতে যেমন ব্যর্থ হয়েছে, তেমনি জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীদের নিরাপত্তা দিতেও সরকার ব্যর্থ হয়েছে। তিনি হাদি হত্যার সঙ্গে জড়িতদের ভারত থেকে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

মিছিল চলাকালে বিক্ষোভকারীরা নির্বাচনের আগেই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।

এমকন্ঠ/এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com