
পারভেজ হাসান.বেরোবি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাল সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে অভিযান করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম সংশ্লিষ্ট নথিপত্র ও বিষয়াদি যাচাই করে।
দুদক রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ে জাল সনদের মাধ্যমে কিছু কর্মকর্তা-কর্মচারী চাকরি করছেন এমন অভিযোগের ভিত্তিতে কমিশনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, শারীরিক শিক্ষা দপ্তরের ফিজিক্যাল ইন্সট্রাক্টর পদে কর্মরত কর্মকর্তা মোছা. ইরিনা নাহারকে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে সংশ্লিষ্ট সনদপত্র সংগ্রহ করা হবে এবং সেগুলো সংশ্লিষ্ট বিভাগে যাচাই করে প্রতিবেদন প্রস্তুত করা হবে।
বেরোবি উপাচার্য ড. শওকাত আলী বলেন, যে কাগজপত্র আমাদের হাতে এসেছে, তার ভিত্তিতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং সেগুলো দুদকের কাছে উপস্থাপন করেছি। দুদকের কাছে যেসব অভিযোগ এসেছে, সেগুলো অনুসন্ধানের জন্যই তারা বিশ্ববিদ্যালয়ে এসেছে বলে তিনি জানান।
এমকন্ঠ/এস
Leave a Reply