1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

ফেসবুকে প্রেম, মানুষটা কি সঠিক?

  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ২৭ বার পাঠ করা হয়েছে
ছবি- মিঠাপুকুরের কন্ঠ

এম কন্ঠ ডেস্কঃ
জীবনে প্রেম আসে কখনও কিশোর বেলায়, আবার কখনও যৌবনে। জীবনে প্রেম আসে আবার হারায়। তবে এখন সিচুয়েশনশিপ এবং ওপেন রিলেনশনশিপে অনেকেই জড়ান। অর্থাৎ, একজনের প্রতি দায়বদ্ধ থাকতে চায় না অনেকেই।

 

কারণ কাউকে ‘কমিটমেন্ট’ দেওয়ার ঝামেলা নেই, অথচ দিব্যি প্রেম করা যায়। তবে যা-ই হোক দিনের শেষে সঠিক মানুষটার সঙ্গে শান্তিতে থাকাই হলো আসল কথা। কিন্তু মানুষটা যে সঠিক কিভাবে বুঝবেন?

মনের মিল থাকলেই যে মানুষটা সঠিক বা ‘পারফেক্ট’, তা কিন্তু নয়। আজকাল মনের মানুষ খুঁজতে অনেকেই সোশ্যাল মিডিয়াকে বেছে নেন। কিন্তু মানুষটা আপনার জন্য সঠিক কি না, বুঝবেন কী ভাবে? এ ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে।

 

আপনার টেক্সটের রিপ্লাই না দিলেঃ আপনি অনলাইনে সম্পর্কে জড়ালেন কিন্তু গুরুত্ব পাচ্ছেন না। তো কথা বাড়িয়ে আর লাভ নেই। আপনি যদি বারবার কোনও প্রশ্ন করেন, আর মানুষটা যদি উত্তর না দেয়, বুঝবেন তার আপনার প্রতি আগ্রহ নেই। সে আপনাকে গোস্টিং করলে, আপনিও এড়িয়ে যান তাকে।

 

তাড়াহুড়ো করবেন নাঃ প্রথম দিন দেখা, দ্বিতীয় দিন সম্পর্কএই ভুল করবেন না। আর সামনের মানুষ যদি এই ভুল করে, আপনি সরে আসুন। মানুষটার সঙ্গে আগে ভালো বন্ধুত্ব করুন। দু’জন দু’জনকে চিনুন, জানুন। তার পর একে-অন্যকে ‘কমিটমেন্ট’ দেবেন এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববেন।

 

আলাপ হয়তো ফেসবুকে হয়েছেঃ প্রতিদিন রাত জেগে কথা বলতে বলতে ভালো লেগে গিয়েছে। কিন্তু সামনাসামনি দেখা করা জরুরি। ভার্চুয়াল জগত থেকে বেরিয়ে সামনাসামনি বসে আড্ডা দিন, প্রেম করুন। নিজেই বুঝতে পারবেন মানুষটার সঙ্গে সম্পর্ক রাখা উচিত কি না।

 

মানুষটা যে আপনাকে ভালোবাসবে এমন নাও হতে পারেঃ সুতরাং, ‘না’ শোনার জন্য প্রস্তুত থাকুন। কেউ যদি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তা হলে মেনে নিন এবং জীবনে এগিয়ে চলুন। তবে, অনেক সময় কেউ মুখের ওপর ‘না’ বলে না। তার স্বভাবে সেটা ধরা পড়ে। সে দিকে আপনাকে খেয়াল রাখতে হবে।

এম কন্ঠ/এস/২৫

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com