সোমবার , ১৭ মার্চ ২০২৫ | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আন্তর্জাতিক
  2. ইসলামিক কন্ঠ
  3. কৃষি ও কৃষকের কন্ঠ
  4. গ্যাজেট
  5. জব ও ক্যারিয়ার
  6. জাতীয়
  7. তারুণ্যের গল্প
  8. পাঠকের কন্ঠ
  9. প্রযুক্তি কন্ঠ
  10. প্রিয় মিঠাপুকুর
  11. ফ্যাক্টচেক
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ সংবাদ
  15. মাঠে ময়দানে
আপনার প্রতিষ্ঠানের প্রচার ও তথ্য দিতে মিস কল দিন ০১৭১৩-৮৯৩৪৭৩

রংপুর ও রাজশাহীর বাতাস ঢাকার চেয়েও বেশি দূষিত হওয়ার রেকর্ড

প্রতিবেদক
মিঠাপুকুরের কন্ঠ
মার্চ ১৭, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টারঃ
বায়ুদূষণে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১২তম। আইকিউএয়ারের তথ্যমতে রোববার ঢাকার বায়ুমান ছিল ১৩৪। তবে এদিন ঢাকার চেয়েও বেশি বায়ুদূষণ রেকর্ড করা হয়েছে রাজশাহী ও রংপুরে।

এদিন সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহীর বায়ুর মান ছিল ১৬২ আর রংপুরে বায়ুমান ছিল ১৫৭। এই দুই শহরের বায়ুমান আজ অস্বাস্থ্যকর ছিল।

রোববার (১৬ মার্চ) বায়ুদূষণের এ চিত্র তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

 

২০১৬ সালে রাজশাহীর নাম উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যমে। সে বছর ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের যে কয়টি শহর মানবদেহের জন্য বাতাসে ভেসে থাকা ক্ষতিকর বস্তুকণা কমিয়েছিল, সেগুলোর মধ্যে রাজশাহী ছিল প্রথম। ২০১৪ থেকে ২০১৬-এর মধ্যে রাজশাহীতে এ ধরনের বস্তুকণার পরিমাণ ৬৭ শতাংশের বেশি কমেছিল। বিশ্বে এমন সফল নগরীর মধ্যে দ্বিতীয় ছিল ইরানের শহর আহভাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপাত্ত তুলে ধরে ওই প্রতিবেদনে বলা হয়েছিল, ইটভাটার ওপর কড়াকড়ি, ব্যাপক সবুজায়ন, ব্যাটারিচালিত যানের প্রসার—এসবই নগরীর বায়ু নির্মল হওয়ার কারণ।

 

কিন্তু রাজশাহীর সেই সুদিন আর নেই। এখন শুকনা মৌসুমে প্রায় প্রতিদিনই বায়ুর মান খারাপ থাকে। আজ সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহীর বায়ুর মান ১৬২। আট বিভাগীয় শহরের মধ্যে আজ রাজশাহীর বায়ুর মান সবচেয়ে বেশি খারাপ। রাজশাহীর পরেই আছে রংপুর, বায়ুর মান ১৫৭। দুই শহরের বায়ুই আজ অস্বাস্থ্যকর।

 

গত ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এক দিনও নির্মল বায়ু পাননি রাজধানীবাসী। চলতি মাসেরও একই হাল।

রাজধানী ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলোর মধ্যে আছে কলকারখানা ও যানবাহনের দূষিত ধোঁয়া, ইটভাটা ও বর্জ্য পোড়ানো। দূষণ রোধে হাঁকডাক ও নানা ধরনের প্রকল্পও কম হয়নি সরকারি স্তরে, কিন্তু দূষণ কমছে না।

 

দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাপ্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ। আবার গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও দূষণের মান ছিল ৯ বছরের মধ্যে সর্বোচ্চ।

 

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ১০ গুণ বেশি। সুত্রঃ প্রথম আলো

এম কন্ঠ/এস/২৫

সর্বশেষ - কৃষি ও কৃষকের কন্ঠ

আপনার জন্য নির্বাচিত

জুলাইয়ে কিছু ক্ষেত্রে বিক্ষোভকারীদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয় : জাতিসংঘ

দেশের প্রথম সফল নারী অ্যাগ্রো ইনফ্লুয়েন্সার পপি

খুচরা পয়সা নির্দেশনায় সচল থাকলেও বাস্তবে অচল!

২০ টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যুদ্ধের মাঝে তাঁবুতেই ‘নুরের বিউটি পার্লার’ সৌন্দর্য ছড়াচ্ছে

ফরম পূরনে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ইউএনও অফিস ঘেরাও, কলেজে তালা

লতিবপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল

মিঠাপুকুরে প্রায় ১৩ বছর পর শিবির নেতা হত্যা মামলা, আ.লীগের ২২৪ জন আসামী

fack chak

ফেব্রুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ২৬৮টি ভুল তথ্য শনাক্ত : রিউমার স্ক্যানার

এক নজরে আজকের আলোচিত খবর