1. mithapukur24barta@gmail.com : Mithapukur : Mithapukur
  2. admin@mithapukurerkantho.com : মিঠাপুকুরের কন্ঠ :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৬:১৬ অপরাহ্ন

মিঠাপুকুরে কৃষক হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৬ বার পাঠ করা হয়েছে

স্টাফ রিপোর্টারঃ
রংপুরের মিঠাপুকুরে কৃষক সলিম উদ্দিন হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সবাই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০১২ সালের ৭ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার কামালপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক সলিম উদ্দিনের সঙ্গে অভিযুক্ত আব্দুস সামাদের কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে আব্দুস সামাদ ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে সলিম উদ্দিনের ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পর নিহতের ছেলে আকমল হোসেন মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আদালত আব্দুস সামাদ, আনোয়ারুল ইসলাম, আব্দুর রশীদ, জামিউল ইসলাম ডলার, সাজু মিয়া, আবু বক্কর, আব্দুল মান্নান ও ইন্তাজ মণ্ডলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরন্নবী, আব্দুর রউফ, শাহাজাহান, ইকবাল হোসেন ও বাবলু মিয়াসহ ৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বাদীপক্ষে আইনজীবী অতিরিক্ত পিপি রেবেকা সুলতানা ফেন্সি এবং হারন অর রশীদ জানান, দীর্ঘদিন অপেক্ষার পর বিচার সম্পন্ন হয়েছে এবং তারা ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রশীদ চৌধুরি বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট নন এবং ন্যায়বিচার হয়নি বলে মনে করছেন। তারা উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।

এম কন্ঠ/ এস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © mithapukurerkantho.com